৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ- নকলা, জেলাঃ- শেরপুর।
স্মারক নং- পাঠা/ ইপ/ন/শের (৬) তারিখঃ-৩০/০৫/২০১৩খ্রিঃ।
বিষয়ঃ- জন অংশ গ্রহণে- ২০১৩-২০১৪ ইং অর্থ বছরের চুড়ামত্ম ‘‘বাজেট’’ প্রেরণ প্রসঙ্গে।
উপযুক্ত বিষয় আলোকে জানান যাচ্ছে যে, অত্র ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের জন অংশ গ্রহণের-২০১৩-২০১৪ খ্রীঃ। অর্থ বছরের ‘‘বাজেট’’ গত ২৯-০৫-২০১৩ খ্রীঃ তারিখে বিশেষ অধিবেশনে ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটি এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে- ২০১৩-২০১৪ খ্রীঃ চুড়ামত্ম বাজেট পাশ করা হয়। পাশকৃত ‘‘বাজেট’’ আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভার কার্য্য বিবরণী সহ এদৎসঙ্গে প্রেরণ করা হলো।
|
প্রাপক,
উপজেলা নির্বাহী অফিসার,
নকলা, শেরপুর।
অনুলিপি জ্ঞাতার্থেঃ-
০১. জেলা প্রশাসক মহোদ্বয়, জেলাঃ- শেরপুর।
০২. সচিব, স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ, ঢাকা।
০৩. জাতীয় প্রকল্প পরিচালক লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেষ্ট ( এল,জি,এস,পি-০২ )
কক্ষ- ১৬২০, ভবন-০৬, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিববালয়, ঢাকা।
০৪. উপজেলা চেয়ারম্যান, নকলা, শেরপুর।
০৫. নোর্টিশ বোর্ড, ৬নং পাঠাকাটা ইউপি।
০৬. অফিস কপি।
|
৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের জন অংশ গ্রহণের ২০১৩-২০১৪ খ্রীঃ
অর্থ বছরের ‘‘বাজেট’’ এর বিশেষ অধিবেশনের সভার কার্য্য বিবরণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস