গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা সমাজসেবা কার্যালয়
নকলা,শেরপুর ।
স্মারক নং-৪১:০১,৮৯৬৭,০০০, ১৮,০০১.১৭,১৩১ তারিখ- ২৭/০৭/২০২৩খ্রি.
বিষয়: বিভিন্ন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রমে সহায়তা করন প্রসঙ্গে।
সূত্র স্মারকঃ ৪১.০১.০০০০.০৪%,১৪,০১০, ২০,৫৩৮ তারিখ: ২৬/০৬/২০২০ খ্রি.
উপরিউক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর উপকারভোগীদের ভাতার বহি ও এনআইডি কার্ডসহ স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন করার নির্দেশনা পাওয়া গিয়েছে । আপনার ইউনিয়নে নিম্নোক্ত তারিখ ও সময়ে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। লাইভ ডেরিফিকেশনে উপস্থিত না হলে বিধি অনুযায়ী ভাতাভোগীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারিখ ও স্থানের নাম
৩০-০৭-২০১৩, রবিবার, ইসলানগর য়
০১-০৮-২০২৩, মঙ্গলবার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়
০২/০৮/২০২৩, বুধবার ,কমিনিটি স্কুল, পাঠাকাটা পূর্ব সঃ প্রাঃ বিদ্যাল
০৩/০৮/২০২৩, বৃহস্পতিবার, দুধেরচর সঃ প্রাঃ বিদ্যালয়
০৬/০৮/২০১৩, রবিবার, বালিগঞ্জ স্কুল মাঠ
০৮/০৮/২০২৩, মঙ্গলবার বালিগঞ্জ স্কুল মাঠ
০৯/০৮/২০২৩, বুধবার পাচকাহনীয়া সঃ প্রাঃ বিদ্যালয়
১০/০৮/২০২৩, বৃহস্পতিবার পূর্ব পাচকাহনীয়া সঃ প্রাঃ বিদ্যালয়
১৩/০৮/২০২৩, রবিবার ইউনিয়ন পরিষদ, পলাশকান্দি
উক্ত লাইড ভেরিফিকেশনে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
চেয়ারম্যান পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নবলা,শেরপুর ।।
মোঃ আলমগীর হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা
নকলা, শেরপুর।
স্মারক নং-৪১.০১,৮৯৬৭,০০০.১৮.০০১.১৯, তারিখ- ২৭/০৭/২০২৩খ্রি
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরন করা হলোঃ
১। মহাপরিচালক,সমাজসেবা অধিদফতর, আগার গাও, ঢাকা।
২। পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ।
৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নকলা, শেরপুর।
৪। উপজেলা নির্বাহী অফিসার, নকলা, শেরপুর।
৫। অফিস কপি।
মোঃ আলমগীর হোসেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা
নকলা, শেরপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস