Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের কার্যাবলী

৬নংপাঠাকাটাইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ 

 

স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) অধ্যাদেশ, 1983- এর 30, 31, 32 ও 33 ধারাতে ইউনিয়ন পরিষদের কার্যাবলী বর্ণনা করা হয়েছে । অধ্যাদেশ 30 ধারার বিধান মতে অধ্যাদেশের প্রথম তফসিলের 1ম অংশে উল্লেখিত সকল বা যে কোন কাজ ইউনিয় পরিষদ সম্পাদন করতে পারবে।

 

 এ কার্যাবলী মূলত 5 ভাগে বিভক্তঃ

 

গ্রাম পুলিশ ও প্রতিরক্ষার দায়িত্ব

( ধারা 31  মোতাবেক )

   

অধ্যাদেশের প্রথম তফবসিলের 2য় অংশে বর্ণিত 

   ক্ষমতা ব্যবহার ও দায়িত্ব প্রাম পুলিশ পালন করবে।

    পৌর কার্যাবলী

  ( ধারা 30 মোতাবেক )

 

(ক) বিশেষ কার্যাবলী (১০টি)

(খ) সাধারণ কার্যাবলী (৩৮)    

        

উন্নয়নমূলক দায়িত্ব ( ধারা 33 মোতাবেক )

 

এডিপি, এডিপি(থোক),এলজিএসপি,কাবিটা,কাবিখা, বিভিন্ন ইজারার ইউপি’র অংশ, ভূমি হস্তান্তর কর (1%) এবং ইউপি’র নিজস্ব রাজস্ব হতে ইউনিয়ন পরিষদ নিদেশিত বিধান অনুসরণ পূর্বক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করবে।

রাজস্ব ও প্রশাসনিক দায়িত্ব:

( ধারা 32 মোতাবেক )

 

ইউনিয়নের ঘর-বাড়ির উপর কর নিরূপণ,

বাজেট প্রণয়ন, কর-লেভী আদায়, বিভিন্ন উৎস

হতে ইউপি’র ইজারার অংশ আদায়, ভূমি হস্তাস্তর

কর (1%) আদায়, নতুন কর লেভীর উৎস অনুসন্ধান করবে।                                                                  

 

বিচার কার্যক্রম

(গ্রাম আদালত আইন 2006- এর অধীনে)

 

ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত গঠনের মাধ্যমে নির্ধারিত ফৌজদারী ও দেওয়ানী উভয় প্রকার মামলার বিচার করবে।

 

 

ইউনিয়ন পরিষদের বিশেষ কার্যাবলীঃ-( 10 )

 

স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ ) অধ্যাদেশ 1883এর 30 নং ধারায় পৌর কার্যাবলী বর্ণনা করা হয়েছে। পৌর কার্যাবলী অনুযায়ী ইউনিয়ন পরিষদের দায়িত্বকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে । এর মধ্যে রয়েছে 10 টি বিশেষ কার্যাবলী এবং 38 টি সাধারণ কার্যাবলী । 

                             

ইউনিয়ন পরিষদের বিশেষ কার্যাবলীঃ-

 

1.আইন-শৃংখলা রক্ষা এবং আইন-শৃংখলা রক্ষায় সহাযতা করা।

২. অপরাধমূলক কাজ, বিশৃংখলা ও চোরাচালান বন্ধ্যে ব্যবস্থা নেয়া।

৩. কৃষি, বন, মৎস, গবাদিপশু, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণে কর্মসূচী

   বাস্তবায়ন এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা।

৪. পরিবার পরিকল্পনা কর্মসূচী, পুষ্টিও  টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়ন।

৫. স্থানীয় সম্পদের উন্নয়ন ও সদ্ব্যবহার করা।

৬. সরকারী সম্পত্তি যেমন: সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোনও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ।

৭. ইউনিয়ন পর্যায়ে সকল প্রতিষ্ঠানের কর্মকান্ড সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুপারিশ করা।

৮. স্যাটারী পায়খানা স্থাপনে জনসাধারণের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করা।

৯. জম্ম,  মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থ ব্যক্তি সম্পর্কে তথ্য সংরক্ষণ, ভিজিডি/ ভিজিএফ ও ত্রাণ কার্যক্রম

    পরিচালনা করা।

10. সকল প্রকারের শুমারি পরিচলনা করতে সহায়তা করা।   

 

তফসিল-1

 

           1ম অংশটি  ইউনিয়ন পরিষদের সাধারণ কার্যাবলী   ( ধারা 30 দ্রষ্টব্য ) 

 

১. জনপথ ও রাস্তাপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

২. সরকারী স্থান, উন্মক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা ও রক্ষণবেক্ষণ।

৩. সাধারণভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষন এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় ৪.

    বৃক্ষরোপণ ও সংরক্ষণ।

৪. জনপথ, রাজপথও সরকারী স্থানে আলো জ্বালানো ।

৫. কবর স্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষনা বেক্ষন ও

    পরিচালনা ।

৬. পর্যটকদের থাকার ব্যবস্থা ও তার রক্ষণাবেক্ষণ।    

7. জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো।

8. জনপথ, রাজপথ ও সরকারী স্থান নিয়ন্ত্রণ উৎপাত ও তার কারণ

9. ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকার ব্যবস্থার উৎকষসাধন এবং

    অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

10. গোবর ও রাস্তার  আর্বজনা সংগ্রহে, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।

11. অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণকরণ।

12. মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণকরণ।

13. পশু জবাই নিয়ন্ত্রণকরণ।

14. ইউনিয়নে দালান নির্মাণ ও পুণঃনির্মাণ নিয়ন্ত্রণকরণ।

15. বিপদজনক দালান ও সৌধ নির্মাণ নিয়ন্ত্রণকরণ।

16. কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থা করা ও

     সংরক্ষণ।

17. খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।

18. জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার

      নিষিদ্ধকরণ।

19. খাবার পানির জন্য সংরিক্ষিত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে গোসল, কাপড় কাঁচা বা

      পশু গোসল করানো নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

20. পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে   বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো

      নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

21. আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

22. আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত উত্তোলন নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্র্রণকরণ।

23. আবাসিক এলাকার ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

24. গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের ঐচিছক তারলকা প্রণয়ন।

25. মেলা ও প্রদর্শনীর আয়োজন।

26. জাতীয় উৎসব পালন।

27. অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রয়োজনীয়

      তৎপরতার ব্যবস্থাকরণ।

28. বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ।

29. খেলাধুলার উন্নতিসাধন।

30. শিক্ষা ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়নসাধন ও উৎসাহ প্রদান।

31. বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ।

32. পরিবেশ ব্যবস্থাপনার কাজ।

33. গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকরণ।

34. প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ।

35. গ্রস্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ।

36. ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

37. জেলা প্রশাসকের  নির্দেশক্রমে শিক্ষার মান উন্নয়নে সাহায্যকরণ।

৩৮. ইউনিয়নের বাসিন্দাদের উন্নয়ন, স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয়

      অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

৩৯। সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী।